Sports Injuries Top Service

2023-03-13 16:20:56 Physiotherapy Home Service(Physiotherapy) Mohammadpur, Dhaka
Service Detsils

খেলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইনজুরি হতে পারে | বিশেষ করে যারা ফুটবল খেলে তাদের ক্ষেত্রে গোড়ালির আঘাত জনিত ব্যথা অথবা যারা ফাস্ট বল করে তাদের ক্ষেত্রে পায়ের ইনজুরিতে ভুগতে পারে | খেলার ধরনের সাথে সাথে ইনজুরির ধরণেরও পার্থক্য হয়| | টেনিস এলবো: সাধারণত যারা টেনিস খেলে তাদের হাতের কনুই তে এ ধরনের ব্যথা হয়ে থাকে যে কারণে এর নাম করা হয়েছে টেনিস এলবো | লাম্বার স্প্রেইন : ভারোত্তোলন খেলা যেখানে মেরুদণ্ডের উপর চাপ পড়ে অথবা গলফ বা ব্যাডমিন্টন যেখানে খেলতে গিয়ে মেরুদণ্ডের উপর চাপ সৃষ্টি হয় অথবা অনেক ক্ষেত্রে টুইস্টিং হয়, সে সকল ক্ষেত্রে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে পিঠের নিচের অংশে ব্যথা হয় | গলফার এলবো: এক্ষেত্রে সাধারণত কনুই এর ভেতরের দিকে ব্যথা হয়, হাতের টেন্ডনগুলো গুলো ক্ষতিগ্রস্ত হয়| খেলোয়াড়দের এ ধরনের ইনজুরি বেশি হয় বলে এর নামকরণ করা হয়েছে গলফার এলবো | জাম্পার্স নি: যে সকল খেলায় সব দলের ওপর বেশি লাফাতে হয় ফর এক্সাম্পল বাস্কেটবল খেলা | দীর্ঘ সময় বারবার লাফানোর কারণে হাঁটু এবং পায়ের গোড়ালিতে এক ধরনের সমস্যা হয়ে থাকে | এক্ষেত্রে প্যাটেলার আর প্রবলেম হয়ে থাকে | রানার্স নি : প্রফেশনাল এলেক্ট্রা যখন দৌড়ায় তখন তাদের সীমার অথবা উরু এবং প্যাটেল আর বারবার ঘর্ষণ হয় যার ফলে রানার্স নিয়ে নামের এই প্রবলেম দেখা দেয় | স্ট্রেস ফ্র্যাকচার : অতিরিক্ত খেলাধুলার কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে, এক্ষেত্রে চাপজনিত ফাটল দেখা দিতে পারে সাধারণত ফুটবলার এবং হার্ডলারদের এর মধ্যে এটি বেশি দেখা যায় | এক্ষেত্রে পায়ের টার্সাল এবং মেটাটার্সাল বেশি ঝুঁকিতে থাকে | কাকে দেখাবেন? যেকোনো ধরনের স্পোর্টস ইনজুরির জন্য ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টকে দেখানো উচিত হবে । কোন সার্জারি দরকার হলে অর্থোপেডিক ডাক্তার দেখাতে হবে। দেশের সব হাসপাতালে স্পোর্টস ইনজুরির চিকিৎসা সহজলভ্য নয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট আছেন। ইনজুরি আক্রান্ত যে কেউ এই বিভাগে এসে চিকিৎসা নিতে পারেন |